ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
জয়পুরহাটে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা

জয়পুরহাট: সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী জনমত গঠনের লক্ষ্যে জয়পুরহাটে আলোচনা সভা হয়েছে।

জেলা তথ্য অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জয়পুরহাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল, জেলা তথ্য কর্মকর্তা আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল মিয়া ও জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ। এ সময় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।