রাজশাহী: রাজশাহীর পবায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রুহুল আমিন (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ অক্টোবর) ভোরে ওই উপজেলার পরিলা ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক রুহুল আমিন ওই গ্রামের মুজিবুর রহমানের ছেলে এবং রামচন্দ্রপুর কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার (২৩ অক্টোবর) রাতে শিশু ধর্ষণের অভিযোগে রুহুলকে আসামি করে শিশুটির বাবা থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রুহুল আমিনকে আটক করে। পরে দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে রুহুলকে কারাগারে পাঠানো হয়।
এছাড়া শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসএস/এএটি/