ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ: পদ্মার পানি নেমে যাওয়ায় নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন শুরু হয়েছে।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রোববার (২৩ অক্টোবর) রাত থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
 
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী বাংলানিউজকে জানান, নাব্যতা সংকট চরম আকার ধারণ করায় ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। রো রো ও ফ্লাট ফেরিগুলো বন্ধ রয়েছে শুধু ৫টি কেটাইপ ফেরিগুলো চলাচল করছে তাও ফুল লোড নিতে পারছেনা।

এছাড়া ড্রেজিং-এর কাজ চলায় সেখান দিয়ে ফেরি যেতে দেওয়া হচ্ছে না। ড্রেজিং চললেও এখনো তেমন কোন সুফল ফেরি চলাচলের ক্ষেত্রে পাওয়া যায়নি। ফলে মানুষের দুর্ভোগ বেড়ে গেছে।
 
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন জানান, ঘাটে সারিবদ্ধভাবে গাড়িগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে। ঘাট এলাকায় ছয় শতাধিক গাড়ি পাড়ের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে মালবাহী গাড়ির সংখ্যা বেশি। ফেরি চলাচল শুরু হলে অগ্রাধীকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন পার করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।