ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে চাল পায়নি ৪৪৬৭ জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
চাঁদপুরে চাল পায়নি ৪৪৬৭ জেলে

চাঁদপুর: ইলিশ প্রজনন মৌসুমে জেলেদের খাদ্য সহায়তা প্রকল্পের আওতায় ২০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও চাঁদপুরের ৪ হাজার ৪৬৭ জন জেলে চাল পায়নি।

২০১৫ সালে জেলার ৪ উপজেলার ৪১ হাজার ৪২ জন তালিকাভুক্ত জেলেকে চাল দেওয়া হলেও এ বছর দেওয়া হয়েছে ৩৬ হাজার ৫৭৫ জনকে।

এদিকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভয়াশ্রমের ১২ দিন অতিবাহিত হচ্ছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় বেশিরভাগ মানুষ নদীতে মাছ ধরেন। ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। তাই এইসব এলাকার জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ২০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু ইতোমধ্যে মতলব উত্তর, চাঁদপুর সদর উপজেলায় জেলেদের মাঝে চাল বিতরণ করা হলেও মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলার ৪ হাজার ৪৬৭ জন জেলে খাদ্য সহায়তা পায়নি।

সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম ছৈয়াল বাংলানিউজকে বলেন, জেলেরা এখন প্রশাসনের উপর অনেক শ্রদ্ধাশীল। জেলেরা এ বছর ইলিশ শিকারের জন্য নদীতে নামেনি। তবে তাদের খাদ্য সহায়তা সঠিক সময়ে দেওয়া একান্ত প্রয়োজন। খাদ্য সহায়তা না পেলে এসব জেলেদের পরিবার পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত করতে হবে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বাংলানিউজকে বলেন, খাদ্য সহায়তা হিসেবে আমরা ৭৩১.০৫ মেট্রিক টন চাল পেয়েছি। ইতোমধ্যে এসব চাল প্রায় বিতরণ কার্যক্রম শেষ হয়ে গেছে। যেসব জেলেরা চাল পাননি, তারা দ্বিতীয় বার চাল এলে পাবেন। বিষয়টি আমি জেলা প্রশাসক বরাবর এবং মৎস্য অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।