ঢাকা: আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ায় মন্ত্রিসভার বৈঠকে মিষ্টিমুখ করালেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উপস্থিত সদস্যদের মিষ্টিমুখ করান তিনি।
বৈঠকে উপস্থিত নির্ভরযোগ্য বেশ কয়েকটি সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
আওয়ামী লীগের ২০ তম কাউন্সিল সম্মেলনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে দ্বিতীয়বারের মতো সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়।
তাই মন্ত্রিসভার বৈঠকে মোশাররফ হোসেন উপস্থিত সদস্যদের মিষ্টিমুখ করান বলে জানায় সূত্র।
সূত্র বলছে, মিষ্টি বিতরণের সময় বৈঠকের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কে মিষ্টি খাওয়াচ্ছেন?’
তখন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘আমি মিষ্টি খাওয়াচ্ছি। ’ তারপর প্রধানমন্ত্রী বলেন, ‘কিসের জন্য মিষ্টি খাওয়াচ্ছেন?’
এ সময় মোশাররফ হোসেন বলেন, ‘আমি আওয়ামী লীগের ২০তম কাউন্সিল সম্মেলনে সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছি, সেই জন্যে। ’
হাসতে হাসতে প্রধানমন্ত্রী বলেন, যাদের ডায়াবেটিস আছে, তাদের জন্য কিন্তু আপনি ভালো করেননি।
সূত্র আরও জানায়, আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরও মন্ত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে সূত্র।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসকে/এএটি/এমএ