ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

নার্গিসের সুস্থতা সময়ের ব্যাপার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
নার্গিসের সুস্থতা সময়ের ব্যাপার

ঢাকা: রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের সুস্থতা এখন সময়ের ব্যাপার বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বাংলানিউজকে এ কথা জানান স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারের পরিচালক মির্জা নাজিম উদ্দিন।

তিনি জানান, এটা যেহেতু একটি বড় ধরনের ইনজুরি, তার বাম হাত ও পা অবশ, এজন্য চিকিৎসায় সময় লাগবে। আমরা এখন নার্গিসকে যে পদ্ধতিতে চিকিৎসা দিচ্ছি তাতে অপেক্ষা করতে হবে। সব মিলিয়ে বলা যায়, নার্গিসের সুস্থতা সময়ের ব্যাপার।

এ ধরনের রোগীকে অবজারভেশনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়ে থাকে। তবে আমরা তাকে নিয়ে আশাবাদী, বলেন চিকিৎসব নাজিম উদ্দিন।

এদিকে নার্গিসকে দেখতে দুপুরে স্কয়ার হাসপাতালে যান তার ভাই শাহিন আহমেদ। তিনি বাংলানিজকে বলেন, অবস্থার কোনো পরিবর্তন নাই। রোববার  যেমন দেখেছিলাম আজও সেরকম মনে হয়েছে।

সোমবার সকালে নার্গিসকে কেক, জুস, পুডিং ও কমলালেবু খেতে দেওয়া হয়েছে বলেও জানান নার্গিসের ভাই শাহিন আহমেদ।

গত ৩ অক্টোবর বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে নার্গিসকে কুপিয়ে গুরুতর জখম করে। যার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠে সারাদেশের নাগরিক সমাজ।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরএটি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।