ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যশোরে আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যশোরে আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি পীযুষ কান্তি ভট্টাচার্য কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) রাতে যশোর জেলা আওয়ামী লীগের ব্যানারে এ মিছিল বের করা হয়।

মিছিল থেকে যশোরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়েছে।

মিছিলে অংশ নেওয়া যশোর পৌরসভার কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন বাংলানিউজকে বলেন, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতারা ঢাকায় অবস্থান করা শর্তেও তাৎক্ষণিক আয়োজিত মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন।

তিনি আরও জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নির্দেশে তারা তাৎক্ষণিক আনন্দ মিছিল করেন। এছাড়াও জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে শহরের চিত্র মোড় থেকে আরও একটি আনন্দ মিছিল হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
ইউজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।