ঢাকা: রংপুরের শিশু আলিফা হত্যার আসামি ঘাতক বাবা মো. আলালকে (দুদু) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
সোমবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-২ এর কম্যান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মহিউদ্দিন অাহমেদ বিষয়টি বাংলানিউজকে জানান।
তিনি জানান, ঘাতক বাবা আলাল নিজ সন্তানকে খুনের বিষয়টি স্বীকার করেছেন। হত্যার পর তিনি ঢাকায় এসে আত্মগোপনে ছিলেন।
বিকাল ৫টার দিকে আগারগাঁও র্যাব-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসজেএ/এএ