ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ৭ মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
নাটোরে ৭ মাদকসেবীর কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরে মাদক সেবনের দায়ে সাত যুবককে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নায়িরুজ্জামান এ আদেশ দেন।

এর আগে দুপুর ১২টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- শহরের পশ্চিম বড়গাছা এলাকার সাজেদুল ইসলাম (২২), সুজন (২৬), দক্ষিণ বড়গাছা এলাকার মণ্ডল (৩০), চকবৈদ্যনাথ এলাকার ফারুখ হোসেন (৪৬), আব্দুল হাকিম (২৬), আব্দুল খালেক (৩০) ও বগুড়ার উকিপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেন (২৭)।

নাটোর র‌্যাব-৫ এর নাটোর কোম্পানি কমান্ডার ও অতিরিক্তি পুলিশ সুপার মিজানুর রহমান বাংলানিউজকে জানান, আটক সবাই মাদকসেবী। তারা মাদক সেবন করে মাঝে মধ্যেই পথচারীসহ সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ করতেন।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দুপুর ১২টার দিকে স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।

পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক এ দণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।