ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির কাছে দুদকের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
রাষ্ট্রপতির কাছে দুদকের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন হস্তান্তর করেন।


দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

কমিশনের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-  কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ, এএফএম আমিনুল ইসলাম ও সচিব আবু মো. মোস্তফা কামাল।

দুর্নীতি দমন কমিশন, ২০০৪ এর ২৯ (১) ধারা অনুযায়ী প্রতি বছর আগের বছরের সম্পাদিত কার্যাবলী সম্পর্কে একটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তরের বাধ্যবাধকতা রয়েছে।

২০১৫ সালে প্রণীত প্রতিবেদনে আটটি অধ্যায় রয়েছে। অধ্যায়গুলো হচ্ছে, দুর্নীতি দমন কমিশন প্রেক্ষাপট ও পরিচিতি, দুর্নীতির বিরুদ্ধে প্রতিকারমূলক পদক্ষেপ, দুর্নীতি প্রতিরোধ, গণশুনানি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, কমিশনের তথ্য ব্যবস্থাপনা, আগামী অভিযাত্রায় কমিশনের কর্মপরিকল্পনা ও সুপারিশমালা।

২০০৪ সালে কমিশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে চতুর্থবারের মত রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করা হলো।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
টিএইচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।