ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

জঙ্গিবাদবিরোধী সুন্নি সমাবেশ ১২ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
জঙ্গিবাদবিরোধী সুন্নি সমাবেশ ১২ নভেম্বর ছবি: শাকিল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত তৈরি ও ইসলামের শান্তি প্রতিষ্ঠায় জঙ্গিবাদবিরোধী সুন্নি সমাবেশ করা হবে বলে জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সমন্বয়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি জানান।

আগামী ১২ নভেম্বর এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ইহুদিবাদী ষড়যন্ত্রের জঘন্যতম অধ্যায়ের নাম জঙ্গিবাদ। মুসলিমদের সর্বনাশ করতেই পাশ্চাত্যে এই অভিনব সন্ত্রাসবাদের প্রজনন হচ্ছে। এমতাবস্থায় সুফিবাদী সুন্নি ওলামা-মাশায়েখরাই পারে জঙ্গিবাদের অসারতা প্রমাণ করে ইসলামের শান্তি প্রতিষ্ঠা করতে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক মওলানা এম এ মতিন। আরও উপস্থিত ছিলেন পীর তরিকত অধ্যক্ষ আল্লামা শেখ আব্দুল করিম, পীর তরিকত শাহ সুফি বদরুদ্দোজা বরীসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরএটি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।