ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

মুরাদনগরে ২টি তক্ষক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
মুরাদনগরে ২টি তক্ষক উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকি এলাকার ব্রিজের উপর একটি বাসে তল্লশি চালিয়ে দু’টি তক্ষক উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ অক্টোবর) সকালে পুলিশ বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (২১ অক্টোবর) রাতে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়ক থেকে তক্ষক দু’টি উদ্ধার কর‍া হয়।

বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, শুক্রবার রাতে টনকি এলাকার ব্রিজের উপর অভিযান চালায় পুলিশ। এ সময় নবীনগর থেকে ছেড়ে আসা কোম্পানীগঞ্জগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় পরিত্যাক্ত একটি ব্যাগ থেকে তক্ষক দু’টি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে তক্ষক দু’টি পাচার করা হচ্ছিল। সোমবার সকালে তক্ষক ‍দু’টি উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।