চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বটতলাহাট এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ২২টি বিদেশি পিস্তল, ১৩৬ রাউন্ড গুলি ও ৪৫টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক শাহীন কাদেরের মা রোকেয়া বেগম ও শাকিল আহমেদ নামে দুইজনকে আটক করেছে।
জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, গত তিনদিন ধরে এ অস্ত্র ব্যবসায়ীদের নজরদারিতে রাখে পুলিশ। রোববার রাতে ২৯টি ছাগলের সঙ্গে এ অস্ত্রের চালানটি জেলার বাইরে পাঠানোর চেষ্টা করা হয়। কিন্তু পুলিশের গতিবিধি টের পেয়ে এগুলো ফেরত নিয়ে আসা হয়। পরে শংকরবাটি এলাকার ওই বাড়িতে ছাগলসহ এসব অস্ত্র মজুদ করে অস্ত্র ব্যবসায়ীরা। দুপুরে পুলিশ তালা ভেঙে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।
পুলিশ সুপার আরো জানায়, দেশব্যাপী নাশকতার উদ্দেশে একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট এলাকা দিয়ে এসব অস্ত্র এনে মজুদ করে। এ অস্ত্র চোরাচালানের হোতাদের দ্রুত গ্রেফতার করে জনসম্মুখে আনা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬/আপডেট:১৭৩২ ঘণ্টা,
আরএ
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরএ