সাতক্ষীরা: সুন্দরবনে গুঁই সাপের মাংসসহ দু’জনকে আটক করেছে বন বিভাগের কদমতলা স্টেশনের সদস্যরা।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন বিবির খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন-সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার খলিশাবুনিয়া গ্রামের জহুর গাজীর ছেলে মতিয়ার রহমান ও আফছার শেখের ছেলে কবির শেখ।
কদমতলা স্টেশনের কর্মকর্তা শ্যামাপ্রসাদ রায় বাংলানিউজকে জানান, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যায় জড়িত থাকার অভিযোগে দেড় লাখ টাকার ক্ষতি দেখিয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বিএসকে/