যশোর: যশোরে অপসোনিন ফার্মা নামে ওষুধ কোম্পানির অ্যাকাউন্টস অফিসার আশরাফুজ্জামানকে (৩০) কুপিয়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বত্তরা।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে যশোর শহরের ঘোপ কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।
আহত আশরাফুজ্জামানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
অপসোনিন ফার্মা যশোর ডিপোর ইনচার্জ আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস অফিসার আশরাফুজ্জামান ও এহতেশামুল হাসান (৩৬) বেলা সাড়ে ১১টার দিকে রিকশায় করে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে ঘোপ কবরস্থানের সামনে মোটরসাইকেলে করে আসা তিন যুবক তাদের রিকশার থামায়। এসময় দুর্বৃত্তদের একজন চাপাতি দিয়ে আশরাফুজ্জামানের ডানহাতে কোপ দিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। ওই ব্যাগে অফিসের সাড়ে পাঁচ লাখ টাকা ও বাড়ি ভাড়ার আরো তিন হাজার ২১১ টাকা ছিল।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
ইউজি/এসআই