লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ি বাজার থেকে অস্ত্রসহ আটক ছিনতাইকারী আনারুল ইসলামকে (৩০) জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে পৃথক দু’টি মামলা দায়ের করে তাকে আদালতে পাঠায় পুলিশ।
আনারুল ইসলাম আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের ভেটেশ্বর গ্রামের মজিবর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, রোববার (২৩ অক্টোবর) রাতে নামুড়ি এলাকায় ইছাহাক আলী ও তার ছেলে রুবেল মিয়া কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে আনারুলসহ ৯/১০ জন একটি থ্রি-হুইলার নিয়ে তাদের ধাওয়া করে ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় রক্ষা পায় তারা।
পরে নামুড়ি সুকানদিঘী মোড়ে অস্ত্রের মুখে তাদের গতিরোধ করে রুবেলকে আঘাত করে আবার ছিনতাইয়ের চেষ্টা করে ওই ছিনতাইকারীরা। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে অন্যরা পালিয়ে গেলেও আনারুলকে থ্রি-হুইলারসহ আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
আহত রুবেল মিয়াকে উদ্ধার করে পুলিশ আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুলিশ ওই থ্রি-হুইলার থেকে রাম দা, ছোড়াসহ মোট চারটি ধারালো অস্ত্র উদ্ধার করে।
এ ঘটনার পর সোমবার (২৪ অক্টোবর) দুপুরে আহত রুবেল মিয়া বাদী হয়ে আনারুলকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। একই ঘটনায় আদিতমারী থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করেন।
মামলার বাদী রুবেল মিয়া জানান, তাদের কাছে থাকা দেড় লাখ টাকা ও মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার জন্যই ওই চক্রটি তিনবার তাদের আটক করে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় দু’টি মামলা হয়েছে। বাকী আসামিদের আটক করতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরএ