ব্রাহ্মণবাড়িয়া: শুদ্ধ বাণী ও সুরে জাতীয় সঙ্গীত গাওয়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।
উপজেলার প্রতিটি বিদ্যালয়ে শুদ্ধ বাণী ও সুরে জাতীয় সঙ্গীত গাওয়া শেখানোর পরিকল্পনার অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
সোমবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। উপজেলা প্রশাসন ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা এ প্রশিক্ষণের আয়োজন করে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা এ কর্মশালার উদ্বোধন করেন।
এ সময় অনেকের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদ খালিদ জামিল খান ও সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল বক্তব্য রাখেন।
কর্মশালায় প্রশিক্ষণ দেন আমিনুল হক বাবুল ও প্রতীক এন্দ। এতে উপজেলার ১২৪টি প্রাথমিক বিদ্যালয়, ২০টি মাধ্যমিক বিদ্যালয়, দু’টি কলেজ ও দু’টি মাদ্রাসার সঙ্গীত শিক্ষক ও তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এনটি/এসআই