ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
কোম্পানীগঞ্জে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ী কালামকে (৩৫) ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (২৪ অক্টোবর) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের তেরচোরার বেঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- উপ পরিদর্শক (এসআই) রবিউল হক, (এসআই) সাইফ উদ্দিন, কনস্টেবল সুমন পারভেজ ও আনসার সদস্য আলা উদ্দিন।

পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের তেরচোরার বেঁড়ি এলাকায় কালাম তার মুদি দোকানে ইয়াবা বিক্রি করতেন। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ কামালকে আটক করা হয়। এসময় দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় কামালকে ছিনিয়ে নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী বাংলানিউজকে জানান, কালামকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে মাদক ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।