ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরে জহিরুলের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
রায়পুরে জহিরুলের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ওয়ার্ড যুবলীগ নেতা জহিরুল ইসলামের (৩৫) খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার হাজীমারা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন-নিহতের বাবা আলী হোসেন ভূঁইয়া, স্ত্রী শানু বেগম, ভাই আলমগীর হোসেন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক দিদার হোসেন মোল্লা, যুগ্ম-আহ্বায়ক জয়নাল আবেদিন ও আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান মোল্লা প্রমুখ। পরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হাজীমারা বাজারে গিয়ে শেষ হয়।
 
স্থানীয়রা জানায়, নিখোঁজ হওয়ার দুইদিন পর মেঘনা নদীর হাজীমারা এলাকা থেকে শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে জহিরুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জহিরুল উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি ও চরকাছিয়া গ্রামের আলী হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি পেশায় জেলে ছিলেন।

হাজীমারা ফাঁড়ি পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, স্থানীয় দাদন মিয়া মাঝির ছেলে মহসিন বুধবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে মোবাইলে ফোন করে জহিরুলকে হাজীমারা বাজার থেকে সলিংয়ের মাথায় নিয়ে যায়। পরে তাকে পরিকল্পিতভাবে পেট ও গলা কেটে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়।  

এ ঘটনার পরদিন (১৩ অক্টোবর) জহিরুলের ভাই আলমগীর হোসেন রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ হওয়ার দুইদিন পর নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। এ ঘটনায় আলমগীর বাদী হয়ে মহসিন, জাকির, কবির, সবুজ ও রফিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। স্থানীয় জনতা জাকির ও কবিরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও হাজীমারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইয়াহিয়া বলেন, মামলার পর দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতার করতে পুলিশি তৎপতা চলছে। গুরুত্ব সহকারে মামলাটির তদন্ত চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।