ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে ইলিশ ধরার অপরাধে ১৬ জেলের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
মুন্সীগঞ্জে ইলিশ ধরার অপরাধে ১৬ জেলের জেল-জরিমানা

মুন্সীগঞ্জ: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ১৬ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

আটক ১৬ জেলের মধ্যে ১৪ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেকুজ্জামান এ দণ্ডাদেশ দেন।

তিনি বাংলানিউজকে জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিমুলিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে মাওয়া নৌ-ফাঁড়ির পুলিশ সদস্যরা অভিযান চালায়। এ সময় তারা ৫০ কেজি ইলিশসহ ১৬ জেলেকে আটক করে।
 
পরে দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় আটক ১৬ জেলের মধ্যে প্রাপ্তবয়স্ক ১৪ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক। এছাড়া কিশোর দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন তিনি।

জব্দ করা ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান ইউএনও খালেকুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।