খুলনা: কেবল ভূমির উপর নির্ভরশীল না হয়ে উপকূলের মানুষের জীবন-জীবিকা অনেকটাই নদীর উপর নির্ভরশীল।
খুলনার দাকোপের ঢাকি নদীর পাড়ের লোকেরা খেয়াঘাটে ভেসে আসা মুড়ো কাঠ সংগ্রহ করে জীবিকার তাগিদে।
প্রতিদিন ভোর থেকে বিকেল পর্যন্ত এ মুড়ো কাঠ সংগ্রহ করে নারী-পুরুষ ও শিশুরা। নেটের জাল দিয়ে তৈরি করা বিশেষ ব্যাগে হাতে করে তারা এ কাঠ সংগ্রহ করে।
নদী থেকে কাঠ তোলার পর তা রোদে শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অতিরিক্ত অংশ বাজারে বিক্রি করে তারা।
মুড়ো কাঠ জ্বালানি হিসেবে ব্যবহারের পরও তা আবার কয়লার জ্বালানি হিসেবে পুনরায় ব্যবহার করা যায়। যা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করা যায়। খেয়াঘাটে জীবিকার সন্ধানে এভাবেই বহুদূর থেকে ভেসে আসা মুড়ো কাঠ সংগ্রহ করছে অসংখ্য নারী-পুরুষ।
ভেসে আসা মুড়ো কাঠ সংগ্রহে নারীরা এগিয়ে।
মুড়ো কাঠ নদী থেকে তুলে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক নারী।
পরিবারের সদস্যদের নিয়ে মুড়ো কাঠ সংগ্রহ করছেন তারা।
নদী থেকে মুড়ো কাঠ ভর্তি নেটের ব্যাগ টেনে নিয়ে যাচ্ছেন এক নারী।
দলে দলে মুড়ো কাঠ নিয়ে বাড়ি ফিরছেন ঢাকি নদীর পাড়ের বাসিন্দারা।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এএটি/আরআই