বগুড়া: বগুড়ায় শহরের নিশিন্দা এলাকায় অভিযান চালিয়ে চার কারখানার মালিককে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে ওই এলাকায় অভিযান চালানো হয়।
তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬ (ক) ধারা লঙ্ঘন করে পলিথিন উৎপাদন করায় ওই এলাকার দুই কারখানার মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করায় তাজ সেমাই ফ্যাক্টরির মালিককে ৪০ হাজার ও কাশবন বেকারির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে এপিবিএন, পরিবেশ অধিদফতর ও পৌরসভার স্যানিটারি ইনস্পেক্টর সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এমবিএইচ/এএটি/এটি