ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৪ কারখানায় লাখ টাক‍া জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বগুড়ায় ৪ কারখানায় লাখ টাক‍া জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় শহরের নিশিন্দা এলাকায় অভিযান চালিয়ে ‍চার কারখানার মালিককে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে ওই এলাকায় অভিযান চাল‍ানো হয়।

এতে নেতৃত্ব দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েব উর রহমান আশিক।

তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬ (ক) ধারা লঙ্ঘন করে পলিথিন উৎপাদন করায় ওই এলাকার দুই কারখানার মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করায় তাজ সেমাই ফ্যাক্টরির মালিককে ৪০ হাজার ও কাশবন বেকারির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে এপিবিএন, পরিবেশ অধিদফতর ও পৌরসভার স্যানিটারি ইনস্পেক্টর সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬

এমবিএইচ/এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।