জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গণিত বিভাগের মাস্টার্স শেষ সেমিস্টারের শিক্ষার্থী দীপা রাণী নাথের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে দীপার পরিবারের সদস্যরাও অংশ নেন।
সোমবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় দীপার বাবা দীজেন্দ্র লাল দেবনাথ বলেন, আমার মেয়ে শিক্ষিত, সে সবসময় অপমৃত্যুর বিপক্ষে কথা বলতো। সে কখনও আত্মহত্যা করতে পারে না। মৃত্যুর দিন বিকেল সাড়ে ৪টায় দীপা আমার সঙ্গে মোবাইলে স্বাভাবিকভাবে কথা বলেছে। কিন্তু সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দীপার স্বামী আমাকে ফোন করে জানায়, ‘দীপা আত্মহত্যা করেছে, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে’।
দীপার পরিবার তার হত্যাকারী হিসেবে অভিযুক্ত স্বামী সুব্রত চৌধুরী ও দীপার শ্বশুর-শাশুড়িকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানায়।
মানববন্ধনে উপস্থিত থেকে গণিত বিভাগের অধ্যাপক ড. আইয়ুব আলী বলেন, ‘আমরা অনেক হত্যার জন্য রাস্তায় নেমেছি, এর কোনোটিরই ন্যায় বিচার পাইনি। তনু হত্যা, রিশা হত্যা কিংবা সম্প্রতি খাদিজাকে হত্যা চেষ্টা। এগুলো বিচারহীনতার সংস্কৃতিরই ফল। আমাদের আর কতো মেয়ে জীবন দিলে বিচার পাবো?’
দীপার সহপাঠীদের দাবি, দীপা গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসে এসেছিল, সেদিনও সবার সঙ্গে হাসিখুশির মধ্যে সময় কাটায়। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ও আত্মহত্যার নাটক।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন দীপার মা রুপালী দেবনাথ, বড় বোন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী সুবর্ণা দেবনাথ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের ঢাকা মহানগরের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আইয়ুব আলী, প্রধান প্রকৌশলী সুকুমার চন্দ্র সাহা, শাখা ছাত্রলীগের সভাপতি এফ এম শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলামসহ প্রমুখ।
পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করলে তিনি তাদেরকে যাবতীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন বলে জানান দীপার বোন সুবর্ণা নাথ।
এদিকে স্ত্রী হত্যার অভিযোগের ব্যাপারে সুব্রত চৌধুরীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ময়নাতদন্ত করলেই সব সত্য উঠে আসবে। এ ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না। ’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ম ব্যাচের শিক্ষার্থী দীপা নাথ গত শুক্রবার মারা যান। এ ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় একটি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
ডিআর/জেডএস