ফেনী: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফেনীবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
সোমবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকা ধানমণ্ডি কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ফেনী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র স্বপন মিয়াজী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এনটি/পিসি