ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

ডিসেম্বরের শেষ সপ্তাহে জেলা পরিষদ নির্বাচন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
ডিসেম্বরের শেষ সপ্তাহে জেলা পরিষদ নির্বাচন

ঢাকা: আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে (ইসি) একটি চিঠি ইস্যু করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

 

সোমবার (২৪ অক্টোবর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব জোবাইদা নাসরিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে জেলা পরিষদ নির্বাচন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২৮ ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে তা পরিবর্তন হতে পারে বলেও জানান তিনি।
 
তিন পার্বত্য জেলা বাদে বাংলাদেশের ৬১টি জেলা পরিষদে ২০১১ সালের ১৫ ডিসেম্বর জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এসব প্রশাসকদের মেয়াদপূর্তিতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার কথা।

ডিসেম্বরের মধ্যে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত আইন প্রণয়ন ও প্রথমে অধ্যাদেশ আকারে তা জারি করে সরকার। পরে জাতীয় সংসদে তা পাস করা হয়।

সংশোধিত জেলা পরিষদ আইনে ২১ সদস্যের প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া সুনির্দিষ্ট করা হয়। আইনে চারস্তর বিশিষ্ট নির্বাচিত জনপ্রতিনিধি (সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ) জেলা পরিষদের প্রতিনিধি নির্বাচনে অংশ নেবে। একজন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ সদস্য এবং ৫ জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবেন।

ভোট দেবেন চারস্তরের নির্বাচিত প্রতিনিধিরা। যেসব জেলায় সিটি করপোরেশন নেই, সে সব জেলায় তিনস্তরের প্রতিনিধিরাই ভোট দেবেন।

গত ৬ অক্টোবর জাতীয় সংসদে ‘জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৬’ পাস হয়। এর আগে অধ্যাদেশ জারির পরে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য কমিশনকে একটি চিঠি ইস্যু করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসএমএ/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।