ঢাকা: ঢাকা মহানগরীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকসহ ৪২ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (২৪ অক্টোবর) বিকেলে আটকের বিষয়টি বাংলানিউজকে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান।
তিনি বলেন, ২৩ অক্টোবর (রোববার) সকাল ৬টা থেকে ২৪ অক্টোবর (সোমবার) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে ৪ হাজার ৩শ’ পিস ইয়াবা, ৫শ’ ৫ গ্রাম হেরোইন, ৬ কেজি গাঁজা, ৬টি ইনজেকশন ও ১৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসটি/জিপি/বিএস