ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

একজন শামসুল ও কৃষিতে পরিবর্তনের শুরু ....

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
একজন শামসুল ও কৃষিতে পরিবর্তনের শুরু .... ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আলীকদম (বান্দরবান) থেকে ফিরে: জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। ক্র্যাচ ছাড়া ঠিক মতো কয়েক গজ দূরত্বেও হেঁটে যেতে পারেন না।

বন্ধু, স্বজন, এমনকি পরিবারের সদস্যরাও মনে করতেন আজীবন তাকে অন্যের সহায়তায় চলতে হবে।

কিন্তু শুভাকাঙ্খীদের সে আশঙ্কা অমূলক প্রমাণ করেছেন তিনি। এখন তার হাত ধরেই বদলে যেতে শুরু করেছে পাহাড়ঘেরা জনপদ বান্দরবানের আলীকদম উপজেলার কয়েকটি এলাকার কৃষি।

যার কথা বলা হচ্ছে, তার নাম শামসুল হক। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আলীকদম খাদ্য নিরাপত্তা প্রকল্প অফিসের মাঠ সহায়ক তিনি। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এলাকার কৃষকদের মধ্যে এনেছেন পরিবর্তনের ছোঁয়া।

কৃষিতে ডিপ্লোমা সম্পন্ন করা শামসুল হক এখন তার প্রকল্প এলাকার কৃষকদের মধ্যেও বেশ জনপ্রিয়। তার প্রচেষ্টায় আলীকদমের কয়েকটি এলাকার কৃষকরা এখন আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছেন। রাসায়নিক কীটনাশক ব্যবহার বাদ দিয়ে বাড়িতে জৈব সার তৈরি করছেন।

শামসুল হকের জন্ম চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। জন্ম থেকেই তিনি শারীরিক প্রতিবন্ধী। ২০১০ সালে হাটহাজারী কলেজ থেকে কৃষিতে ডিপ্লোমা সম্পন্ন করেন। বাড়িতে তার স্ত্রী রয়েছেন। রয়েছে ১১ মাস বয়সী একটি মেয়ে।

২০১১ সালের ১ জানুয়ারি কারিতাসে মাঠ সহায়ক পদে যোগদান করেন তিনি। এরপর শুরুর দিকের কাজে, বিশেষ করে মাঠ পরিদর্শনে কষ্ট হতো তার। তবে এখন পুরোপুরি মানিয়ে নিয়েছেন নিজেকে। এখন সপ্তাহে অন্তত দুইদিন তাকে মাঠ পরিদর্শনে যেতে হয়।

শামসুল হক জানান, শুরুতে পাহাড়ি এলাকায় কৃষকদের নিয়ে কৃষি পরামর্শ, আধুনিক চাষাবাদ, কম্পোস্ট সার তৈরির বিষয়ে কাজ করতেন তিনি। কিন্তু নিয়মিত মাঠ পরিদর্শনে গিয়ে কষ্ট হওয়ায় তাকে বদলি করে আলীকদমে পাঠানো হয়। এখানে এখন তিনি বেশ স্বাচ্ছন্দে কাজ করছেন।

বর্তমানে তিনি জৈব সার তৈরি, পশু পালন, ধান চাষ, নার্সারি নানা বিষয়ে কৃষকদের পরামর্শ ও হাতে-কলমে শিক্ষা দেন। তবে সহকর্মীদের দু’একজন তাকে হেয় করলেও বাকিরা তাকে স্বাভাবিকভাবেই দেখেন বলে জানান তিনি।

এ জোনের কারিতাসের একমাত্র প্রতিবন্ধী এ কর্মচারী জানান, তিনি প্রকল্প এলাকার পাট্টাহাইয়া, সদর ও সিদ্দিকের বাড়ি পাড়া এলাকায় কাজ করেন। সেখানকার কৃষকরাও তাকে পছন্দ করেন। প্রকল্প এলাকার কৃষকদের সঙ্গে কাজ করাটা তিনি দারুণ উপভোগ করেন।

শামসুল হক জানান, জীবিকার তাগিদে কাজ করতে হলেও এ কাজ বেশিদিন করতে চান না তিনি। তার স্বপ্ন সাবলম্বী হওয়া, নিজেই কিছু করা। তবে সামর্থ্যের অভাবে স্বপ্ন পূরণে উদ্যোগী হতে পারছেন না তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসআর/টিআই/জেডএম

আরও পড়ুন>>
** শিশিরভেজা সকালে ম্যারাইংতং পাহাড়ের ম্রো পাড়ায়
** মাতামুহুরী নদীর 'বক দ্বীপ'
** নিরবধি বয়ে চলা 'শৈল প্রপাত'
** দ্য ওয়াটার ল্যান্ড অব রাঙামাটি
** পানির রাজ্যে পাহাড়ের বুদ্ধ...
** প্রশান্তি বিলাতে কাপ্তাইয়ের ‘রিভার ভিউ পিকনিক স্পট’
** দেশের যে শহরে রিকশা নেই!
** খাগড়াছড়ির প্রবারণা উৎসবে…
** 'জিরাফ গলার' ঝুলন্ত সেতুর আকর্ষণও কম নয়
** রেল স্টেশনে বিনামূল্যে বিশুদ্ধ পানি
** রাবার ড্যামে চেঙ্গী নদীপাড়ের কৃষকদের সুদিন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।