ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙন রোধে মানববন্ধন

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা এলাকায় ধরলা নদীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে ভাঙন কবলিত এলাকায় নদীর পাড়ে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ  মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-মোগলবাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান বাবলু, মোগলবাসা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, শিক্ষক রেজাউল করিম রেজাসহ শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, কুড়িগ্রামে ধরলা নদীর তীব্র ভাঙনে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ঘর-বাড়িসহ ফসলি জমি। মোগলবাসা ইউনিয়নে গত এক সপ্তাহের ব্যবধানে ভাঙনে দেড় শতাধিক ঘর-বাড়ি বিলীন হয়ে গেছে।

হুমকির মুখে পড়েছে মোগলবাসা বাজার, ইউনিয়ন কমপ্লেক্স, ঐতিহ্যবাহী মোগলবাসা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান।

ভাঙন অব্যাহত থাকলে মোগলবাসা ইউনিয়ন জেলার মানচিত্র থেকে হারিয়ে যাবে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।