ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো ১৮০০ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো ১৮০০ শিক্ষার্থী

কিশোরগঞ্জ: ওরে ও মাইয়্যা তোমাকে যাই কইয়া, বিশের আগে বিয়ে নয়, ওরে ও গ্রামবাসী আপনাদের যাই কইয়া, বিশের আগে বিয়ে নয়, সময়ের আগে কোন কাজ ভাল নয়, গুণীজনেরা কয়।
 
এভাবেই বাল্যবিয়ের কুফল সম্পর্কে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে সচেতনতামূলক গান পরিবেশন করছিলেন রুমা আক্তার নামে এক স্কুল ছাত্রী।


 
শুধু রুমা নয়, তার মতো আরো অনেকেই বাল্যবিয়ের কুফল ও যৌন হয়রানি বন্ধে সচেতনতামূলক গান ও নাটক পরিবেশন করেন।  

সোমবার (২৪ অক্টোবর) দিনব্যাপী কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের মাঠে এসব কর্মসূচি পালন করে স্থানীয় উপজেলা প্রশাসন।

দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিয়ে ও যৌন হয়রানিকে “লাল কার্ড” বিষয়ক সচেতনামূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।

এ সময় নিয়ামতপুর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়। পরে স্কুলের ১৮শ’ শিক্ষার্থীসহ উপস্থিত সবাই লাল কার্ড দেখিয়ে বাল্যবিয়ে ও যৌন হয়রানিকে না বলেন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছমা আরা বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন দিদারসহ স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা গর্ভন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি)।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।