ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে যোগদান করেছেন সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল কবীর।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে এবং শহীদ মিনার ও স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নতুন প্রক্টর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সদ্য বিদায়ী প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন ও প্রক্টরিয়াল বডির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪তম সভার সিদ্ধান্তক্রমে অনুমোদন সাপেক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর প্রথম সংবিধির ১৫(১) ধারা অনুযায়ী পরবর্তী দুই বছরের জন্য জাহিদুল কবীরকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এমএএএম/জেডএস