ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ইউএসএআইডির সব কার্যক্রম স্থগিত করার নির্দেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৫
ইউএসএআইডির সব কার্যক্রম স্থগিত করার নির্দেশ

ঢাকা: যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) বাংলাদেশসহ সারাবিশ্বে তাদের সব কার্যক্রম স্থগিত করেছে।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (২৬ জানুয়ারি) ইউএসএইডের অধিগ্রহণ ও সহায়তা তত্ত্বাবধায়ক চুক্তি কর্মকর্তা ব্রায়ান অ্যারন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, এই চিঠিটি সমস্ত ইউএসএইড বাংলাদেশের অংশীদারদের জন্য। এই চিঠি অংশীদারদের চুক্তি, টাস্ক অর্ডার, অনুদান, সমবায় চুক্তি বা সহায়তা সংক্রান্ত যেকোনো কাজ অবিলম্বে বন্ধ বা স্থগিত করার নির্দেশনা দেয়।

এরই মধ্যে মিশর ও ইসরায়েল বাদে বিশ্বের সব দেশের জন্য সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। সেই নির্দেশনার জেরেই ইউএসএইড বাংলাদেশে তাদের সহায়তা প্রদান স্থগিত করেছে বলে চিঠিতে বলা হয়েছে।  
 
প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প তার ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ স্লোগান বাস্তবায়নে অনেক নির্দেশনা জারি করছেন।  

তিনি মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন করেছেন। নজর দিয়েছেন ডেনমার্কের গ্রিনল্যান্ডে, যেটাকে যুক্তরাষ্ট্রের অংশ করার চিন্তাভাবনা করছেন তিনি।

এসবেরই অংশ হিসেবে উন্নয়নশীল বিশ্বে যুক্তরাষ্ট্রের এতদিন ধরে দিয়ে আসা সহায়তা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিলেন ট্রাম্প।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা,  জানুয়ারি ২৬, ২০২৫
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।