ঢাকা, শনিবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ফ্রেঞ্চ ইন্টারন‌্যাশনাল স্কুল প‌রিদর্শন করলেন ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, অক্টোবর ২, ২০২৫
ফ্রেঞ্চ ইন্টারন‌্যাশনাল স্কুল প‌রিদর্শন করলেন ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত ফ্রেঞ্চ ইন্টারন‌্যাশনাল স্কুল প‌রিদর্শন করলেন ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত

ঢাকা: বাংলা‌দে‌শে নব‌নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে ফ্রেঞ্চ ইন্টারন‌্যাশনাল স্কুল অব ঢাকা (ইএফআই‌ড) প‌রিদর্শন ক‌রে‌ছেন।

বৃহস্প‌তিবার (২ অ‌ক্টোবর) ঢাকার ফ্রান্স দূতাবাস এক বার্তায় এ তথ‌্য জানায়।

ফ্রান্স দূতাবাস জানায়, ফ্রেঞ্চ ইন্টারন‌্যাশনাল স্কুল অব ঢাকা প‌রিদর্শনকা‌লে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত শিক্ষার্থী, শিক্ষক এবং স্টাফদের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন। এছাড়া স্কু‌লের প্রধা‌ন মো. ক‌রি‌মের স‌ঙ্গে রাষ্ট্রদূ‌তের উষ্ণ আলাপ হয়।

প্রসঙ্গত, ঢাকায় একমাত্র ফ্রেঞ্চ স্কুল হ‌লো ইএফআই‌ড।

সম্প্রতি ঢাকায় ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন জঁ-মার্ক সেরে-শারলে। তি‌নি সা‌বেক রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই-এর স্থলা‌ভি‌ষিক্ত হ‌লেন।

টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।