ঢাকা, শনিবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

রাজধানীতে বাস থেকে যাত্রী নামিয়ে আগুন-গুলি 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৫, অক্টোবর ৩, ২০২৫
রাজধানীতে বাস থেকে যাত্রী নামিয়ে আগুন-গুলি  ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা: রাজধানীর মিরপুর-১০ নম্বরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাসে যাত্রীদের নামিয়ে অগ্নিসংযোগ ও গুলি করার ঘটনা ঘটেছে।  

শুক্রবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, মেট্রো রেলের ২৬৬ নম্বর পিলারের নিচে আলিফ পরিবহনের বাসটি থামিয়ে তিনজন ব্যক্তি হামলা চালায়। এদের মধ্যে দুজন বাসে উঠে যাত্রীদের নামিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে নিচে থাকা অপরজন বাসের জানালায় গুলি চালায়। হামলার পরপরই সবাই দ্রুত পালিয়ে যায়।

তিনি আরও জানান, এটি আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের জেরেই ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, সম্প্রতি আলিফ পরিবহন থেকে কয়েকজন কর্মী ছাঁটাই করা হয়েছে। ক্ষুব্ধ ওই কর্মীরাই এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন।

তিনি আরও বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।