ঢাকা, শনিবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মোহাম্মদপুরে ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, অক্টোবর ৩, ২০২৫
মোহাম্মদপুরে ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেপ্তার মো. জাহিদ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া ডেপুটি পরিচালক (ডিডি) পরিচয় দেওয়া মো. জাহিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি, মোবাইল ফোন ও বিভিন্ন সংস্থার আইডি কার্ড জব্দ করা হয়।

শুক্রবার (৩ অক্টোবর) মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।  

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রায়েরবাজার এলাকার ফুটপাতে কারা চাঁদা আদায় করছে-এমন অভিযোগের ভিত্তিতে ব্যবসায়ীরা জাহিদকে ঘিরে ধরেন। খবর পেয়ে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এসি আব্দুল্লাহ আল মামুন আরও জানান, আটক জাহিদ নিজেকে এনএসআই কর্মকর্তা দাবি করে নানা ধরনের কথা বলেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়।

পুলিশ জানায়, তার কাছ থেকে কাস্টমস গোয়েন্দা পরিচয়ের কার্ড, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি পাসসহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থার আইডি কার্ড জব্দ করা হয়েছে।

এমএমআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।