ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

গাজায় আগ্রাসন ও 'সুমুদ ফ্লোটিলা' কর্মীদের গ্রেপ্তারে শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩০, অক্টোবর ৩, ২০২৫
গাজায় আগ্রাসন ও 'সুমুদ ফ্লোটিলা' কর্মীদের গ্রেপ্তারে শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদ শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদ

ঢাকা: গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন এবং ত্রাণবাহী জাহাজ 'সুমুদ ফ্লোটিলা'র মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন শ্রমিক সংগঠন।

শুক্রবার (৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) ব্যানারে আয়োজিত সমাবেশে এই প্রতিবাদ জানানো হয়।

একই সঙ্গে গ্রেপ্তারদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।

সমাবেশে শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক আইন মেনেই বাংলাদেশসহ ৪৪টি দেশের ৫০০ জন মানবাধিকার কর্মী গাজার উদ্দেশে ত্রাণ নিয়ে রওনা হয়েছিলেন। কিন্তু ইসরায়েলি সেনারা সেই ফ্লোটিলায় হামলা চালিয়ে কর্মীদের অপহরণ ও গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, এই অভিযাত্রায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ছিলেন ফটোগ্রাফার ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। গাজায় গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়া শ্রমিকদের ন্যায্য দাবিরই অংশ।

বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আকতার চৌধুরী বলেন, গাজায় নারী-শিশু হত্যার দায় শুধু ইসরায়েলের নয়, পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলোরও। তিনি হুঁশিয়ারি দেন, তাদের মুক্তি না দিলে আন্দোলন আরও তীব্র হবে।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন বলেন, মানবিক সহায়তা নিয়ে যাওয়া ৪৪টি জাহাজের মধ্যে ৪৩টিই আটক করা হয়েছে। গাজা এখন মানবতা ও বর্বরতার মধ্যকার অবস্থান নির্বাচনের পরীক্ষাকেন্দ্র।  

ইএসএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ