ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বীর বিক্রম হেমায়েত উদ্দিন চিরনিদ্রায় শায়িত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বীর বিক্রম হেমায়েত উদ্দিন চিরনিদ্রায় শায়িত ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত উদ্দিন বীর বিক্রম চিরনিদ্রায় শায়িত হয়েছেন।

সোমবার (২৪ অক্টোবর) বাদ আছর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক বাহিনীর একটি চৌকস দল ক্যাপ্টেন বায়েজিদের নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে পুলিশের পক্ষ থেকেও তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে তার নামে প্রতিষ্ঠিত ‘হেমায়েত বাহিনীর মুক্তিযুদ্ধের স্মৃতি যাদুঘর’র সামনে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেসুর রহমান সরকার ছাড়াও জেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। ‍

গত শনিবার সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় হেমায়েত উদ্দিনের। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।

সোমবার সকালে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। পরে হেলিকপ্ট‍ারযোগে মরদেহ কোটালীপাড়ায় গ্রামের বাড়িতে আনা হয়।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।