ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ইলিশ ধরার দায়ে ৫৯ জেলের জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
মানিকগঞ্জে ইলিশ ধরার দায়ে ৫৯ জেলের জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ (ঢাকা): মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুরের যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে ৫৯ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

৫৯ জেলের মধ্যে ৪৫ জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও ১৪ জনকে আড়াই হাজার টাকা করে জরিমানা কর‍া হয়।

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিউর রহমান এ জরিমানা করেন।

তিনি বাংলানিউজকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল মোহাম্মদ রাশেদ শিবালয় ও দৌলতপুরের যমুনা নদীতে পৃথক অভিযান চালিয়ে ৫৯ জেলেকে আটক করে। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ‌এ জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।