নীলফামারী: নীলফামারীতে বিল না দেওয়ায় পল্লী বিদ্যুতের ৪৫ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সংগলশী ও কাচারি এলাকায় এবং সোনারা ইউনিয়নের বাবুরহাট এলাকায় অভিযান চালিয়ে ৪৫ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন।
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির প্রশাসনিক কর্মকর্তা তরফদার এনামুল কবির বাংলানিউজকে বলেন, ৪৫ গ্রাহকের কাছে পল্লী বিদ্যুৎ সমিতির পাওনা রয়েছে এক লাখ ৯৬ হাজার ৭৩৫ টাকা। তাদের সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমাণ আদালত তিনদিনের সময় দিয়েছিলেন। এসময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করায় তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
এছাড়া এসময় ১০টি পার্শ্ব সংযোগও বিচ্ছিন্ন করা হয় এবং ভবিষ্যতে পার্শ্ব সংযোগ ব্যবহার না করার জন্য তাদের সতর্ক করা হয়।
অভিযানকালে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির উপ-সহকারী মহা-ব্যবস্থাপক রেজাউল করিম সুবির দত্ত উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরবি/এসআই