ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

জমি পেলেন রৌমারীর সেই রেবী খাতুন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
জমি পেলেন রৌমারীর সেই রেবী খাতুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে অভাবের তাড়নায় নিজের ২২দিন বয়সী শিশু কন্যাকে বিক্রি করে দেওয়া সেই হতদরিদ্র মাকে জমি দিয়েছে জামালপুর জেলা প্রশাসন। জমি আর সন্তানকে পেয়ে ভীষণ খুশি রেবী খাতুন।

 

সোমবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বারবান্দা গ্রামে রেবী খাতুন বাংলানিউজকে বলেন, ‘অনেক কষ্টে পড়ে সন্তানকে বিক্রি করেছিলাম। কিন্তু আল্লাহর রহমতে জামালপুরের ডিসি সাহেব আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছেন। তিনি আমাকে জমিও দিয়েছেন। আমি খুব খুশি। ’

 

জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বাংলানিউজকে জানান, অভাবী এই পরিবারকে ঘর তৈরি করে দেওয়ার জন্য নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবাসী ৫০ হাজার টাকা নগদ অনুদান দিয়েছেন। খুব তাড়াতাড়ি ওই জমিতে মাটি কেটে থাকার ঘর তৈরি করে দেওয়া হবে।

এর আগে রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান রেবী খাতুনের হাতে জমির দলিল, কাপড় ও এক বস্তা চাল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন- জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার আব্দুল্লাহ আল মামুন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান, রৌমারী সদর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার রজব আলী প্রমুখ।

গত ১ সেপ্টেম্বর ‘অভাবের তাড়নায় সন্তান বিক্রি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয় বাংলানিউজে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।