ঢাকা: রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজের শিক্ষার্থী জমজ দুই বোনকে উত্ত্যক্ত করায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় জীবন করিম বাবুর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রণব কুমার হুই এ রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার সন্ধ্যার দিকে শাহ আলী থানাধীন বেড়িবাঁধ এলাকা থেকে করিমকে গ্রেফতার করে র্যাব। একই মামলায় আরেক আসামি লুৎফর রহমান গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
গত ১৯ অক্টোবর মিরপুরের বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জমজ দুইবোন কলেজ শেষে বাসায় ফিরছিলেন। বাসের জন্য অপেক্ষার সময় দুই বখাটে জীবন ও লুৎফর রহমান তাদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন।
তারা এর প্রতিবাদ করলে বখাটেরা প্রথমে ধাক্কা ও পরে বাঁশ দিয়ে দুই বোনকে বেধড়ক পেটায়। এতে তাদের একজনের পা ভেঙে যায়, অন্যজনের কোমরে গুরুতর আঘাত লাগে।
এ হামলার ঘটনায় তাদের বাবা রাজধানীর শাহ আলী থানায় একটি মামলা করেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমআই/আইএ