ঢাকা: উন্নত ভবিষ্যত গঠনের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
মঙ্গলবার (২৫ অক্টোবর) নারায়ণগঞ্জ বন্দরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি’র (বিআইএমটি) প্রশিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।
এসময় নুরুল ইসলাম বলেন, দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কারিগরি প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। তবে প্রশিক্ষণার্থীদের জন্য দক্ষ প্রশিক্ষকের কোনো বিকল্প নেই। দক্ষ প্রশিক্ষণার্থী গড়ে তোলার লক্ষ্যে কারিগরি প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। পাশাপাশি প্রশিক্ষকের মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করা হচ্ছে।
তিনি আরও বলেন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তাই সরকার আধুনিক নৌ-প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ গুরুত্বারোপ করেছে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র (বিএমইটি) মহাপরিচালক মো. সেলিম রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মোছাম্মদ শরিফা সুলতানা।
চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বিএমইটি’র উপ-পরিচালক দেওয়ান মো. নজমুল হক।
বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. আলী আকবর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ এবং নারায়ণগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেড হোসনে আরা বেগম (বাবলি)।
মতবিনিময় সভায় নানাবিধ কার্যক্রমের সমস্যা-সমাধানের কথা তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রশিক্ষকরা। নারায়ণগঞ্জের বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র সাংবাদিক আব্দুল খালেক চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সটিকে স্নাতক (সম্মান) মর্যাদা এবং স্নাতকোত্তর কোর্স চালু করার জন্য দাবি জানান।
সভা শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির (বিআইএমটি) একাডেমিক কার্যক্রম পরিদর্শন এবং প্রতিষ্ঠানের সংস্কার ও আধুনিকায়ন শীর্ষক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
পরে তিনি বিআইএমটি’র একাডেমিক ভবন ও ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং একাডেমিক ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি) ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়। সেসময় এটির নাম ছিলো মেরিন ডিজেল ট্রেনিং সেন্টার। পরবর্তিতে ১৯৮০ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং দুই বছর মেয়াদী সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রশিক্ষক, মন্ত্রণালয় ও বিএমইটি’র ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সাংবাদিকরা।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
জেপি/ওএইচ/এসএনএস