ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ফ্লাইওভার নির্মাণের ত্রুটি বরদাশত করা হবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ফ্লাইওভার নির্মাণের ত্রুটি বরদাশত করা হবে না ছবি: বাদল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ফ্লাইওভার নির্মাণ কাজে কোনো প্রকার ত্রুটি-বিচ্যুতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম এমপি।

তিনি বলেন, ফ্লাইওভার নির্মাণ কাজের ত্রুটিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে কারণ উৎঘাটনের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা জানান তিনি।

তাজুল বলেন, মগবাজার-মৌচাক ফ্লাইওভারের তিনস্তরের নির্মাণ কাজের দুই স্তর নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। আর এক স্তরের কাজ ৮০ শতাংশের বেশি শেষ হয়েছে। রাজধানীতে বসবাসরত মানুষের যাতায়াত সুবিধার্তে এই ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। যা বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।

শুধু তাই নয়, এই ফ্লাইওভার নির্মাণের কারণে রাজধানীর যানজট অনেকাংশে লাঘব হবে বলেও মনে করেন তিনি।

অন্যদিকে ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের ব্যয় বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের প্রতিউত্তরে তাজুল ইসলাম বলেন, এই ফ্লাইওভার নির্মাণ করতে গিয়ে বিভিন্ন স্যুয়ারেজ, গ্যাস ও পানির লাইনের ত্রুটিবিচ্যুতিও খতিয়ে দেখা হচ্ছে। যার ফলে নতুন করে ব্যয় কিছুটা সংযোজন হবে।
এছাড়া ত্রুটিপূর্ণ কাজগুলো খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটি খুব শিগগিরই এ বিষয়ে ‍তদন্ত প্রতিবেদন জমা দেবেন বলেও সাংবাদিকদের জানান তিনি।

এসময় তার সঙ্গে চিফ ইঞ্জিনিয়ারসহ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসজে/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।