গাজীপুর: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘরে ঢুকে জেএসসি পরীক্ষার্থী মুন্নি আক্তারকে (১৩) শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক বখাটের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুন্নি উপজেলার কুতুবদিয়া নয়াপাড়া এলাকার শহীদ মিয়ার মেয়ে এবং স্থানীয় চাপাইর বিবিএ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে লেখাপড়া করতো।
এলাকাবাসী ও নিহতের পরিবারের অভিযোগ, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর উপজেলার চাপাইর বেপারিপাড়া এলাকার আতাউর সরকারের ছেলে আরাফাত সরকার প্রায় এক বছর ধরে মুন্নিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে মুন্নি সাড়া না দিলে স্কুলে যাওয়ার পথে প্রায়ই তাকে বিরক্ত করতো আরাফাত।
মুন্নি ঘটনাটি তার মা-বাবাকে জানায়। পরে বিষয়টি আরাফাতের পরিবারকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি। আরাফাতের বাবা শ্রমিকনেতা ও প্রভাবশালী হওয়ায় উল্টো তাদের হুমকি-ধমকি দেন। তাদের ভয়ে পুলিশের কাছে যেতে পারেননি মুন্নির পরিবারের লোকজন।
সোমবার রাতে (২৫ অক্টোবর) পাশের এক বাড়িতে অনুষ্ঠানে যান তার পরিবারের লোকজন। এ সুযোগে পূর্ব পরিকল্পিতভাবে কৌশলে মুন্নির ঘরে ঢুকে পড়ে আরাফাত। মুন্নি রাতের খাবার খেয়ে তার ঘরে একা ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময় আরাফাত তাকে ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করে।
পরে মঙ্গলবার ভোরে শব্দ পেয়ে মুন্নির মা রিমা বেগম ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে আরাফাতকে মুন্নির ঘরের পাশে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেন, এখানে কেন? এ সময় আরাফাত সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এতে সন্দেহ হলে ঘরের ভেতরে গিয়ে গলায় ওড়না পেঁচানো মুন্নির মরদেহ খাটের ওপরে পড়ে থাকতে দেখেন মা।
খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আরএস/এএসআর