পটুয়াখালী: পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো-নয়াপাড়ার সোহেল মিয়ার ছেলে ইয়াছিন (৩) ও তার নাতি রাতুল (৪)। রাতুল উপজেলার লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামের মানিক মৃধা ও রোজিনা বেগমের সন্তান। নানা বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হলো সে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ইয়াছিন ও তার ভাগ্নে রাতুল বাড়ির উঠানে খেলতে খেলতে পাশের ডোবায় পড়ে যায়। টের পেয়ে স্বজনরা শিশু দু’টিকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমএস/এসআই