পটুয়াখালি: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে বাউফলে পাঁচ জেলেকে এক বছর করে কারাদণ্ড ও ইলিশ বহনের দায়ে এক নারীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহামুদ জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আনোয়ার ফরাজি (৩৭), জুয়েল ফরাজি (২২), মফিজুল ইসলাম (২৬), চান মিয়া (২৫) ও ভোলা জেলার লালমোহন উপজেলার বদলপুর গ্রামের আইয়ুব (২৫)।
এর আগে সকালে উপজেলার তেঁতুলিয়া নদীর কালাইয়া ইউনিয়নের বগি নামক পয়েন্টে ইলিশ ধরার সময় কোস্টগার্ড জালসহ তাদের আটক করে। এসময় পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পরে তা পুড়িয়ে ফেলা হয়।
অপরদিকে, অর্থদণ্ডপ্রাপ্ত নারী হলেন- বগি এলাকার জেলে পরিবারের সদস্য ফাতেমা বেগম। তিনি বিক্রির উদ্দেশে ইলিশ মাছ পরিবহন করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহামুদ জামান বাংলানিউজকে জানান, বাউফলে কোস্টগার্ড, নৌ-পুলিশ, জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিতায় পাঁচ জেলেকে এক বছর করে কারাদণ্ড ও এক নারীকে দুই হাজার টাকা জরিমানা এবং পাঁচ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমএস/আরএ