ফরিদপুর: ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স দ্বিতীয়বর্ষের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই কলেজের সোহেল রানা নামে এক ছাত্রকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে তার নিজ বাড়ি থেকে আটকের পর বিকেলে কারাগারে পাঠানো হয়।
অভিযোগ থেকে জানা যায়, শহরতলীর চাঁনমারী এলাকার জহুরুল হকের ছেলে ও রাজেন্দ্র কলেজের সমাজকল্যাণ বিভাগে দ্বিতীয়বর্ষের ছাত্র সোহেল রানা দীর্ঘদিন ধরে কলেজ ক্যাম্পাসসহ রাস্তায় প্রকাশ্যে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। সম্প্রতি কলেজ থেকে বাসায় ফেরার পথে সোহেল চড়াও হয় এবং ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে সোহেল তাকে থাপ্পড় মারেন। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে সোহেল পালিয়ে যায়। পরে ফোন করে অশ্লিল কথা ও ভয়ভীতি প্রদর্শন করে হুমকি দেন। এ ঘটনার পর সোমবার (২৩ অক্টোবর) কোতয়ালী থানায় সোহেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ওই ছাত্রী।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দে বাংলানিউজকে বলেন, অভিযোগের সঙ্গে ওই কলেজছাত্রী মোবাইল ফোনে হুমকি দেওয়ার অডিও ক্লিপটি থানায় জমা দিয়েছেন। তার ভিত্তিতে সোহেল রানাকে আটক করা হয়। পরে যৌন হয়রানির অভিযোগে নিয়মিত মামলা হয়েছে।
বিকেলে সোহেলকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান এআই বিপুল।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
জিপি/আইএ