শরীয়তপুর: শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সূত্র জানায়, সকালে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশের পিডব্লিউডি অফিসের গেটের সামনে ফয়েজ টেলিকমের দোতলায় হঠাৎ স্থানীয়রা আগুন দেখতে পায়।
এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিয়ে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে শরীয়তপুর ফায়ার সাভির্সের দুইটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগেই আগুনে ফয়েজ টেলিকম, জননী ট্রেডার্স, খান ফটোকপি স্টোর ও সজল টেলিকম পুড়ে যায়।
এতে দোকানে থাকা আসবাবপত্র ও মালামালসহ প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
ফয়েজ টেলিকমের মালিক আবু সালেহ মো. ফয়েজ বাংলানিউজকে বলেন, তার দোকানে প্রায় এক কোটি টাকার মালামাল ছিল। তার মধ্যে দোকানে থাকা প্রায় ৫০ লাখ টাকার মোবাইল, সিম কার্ড ও মোবাইলের সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে।
জননী ট্রেডার্স, খান ফটোকপি স্টোর ও সজল টেলিকমের মালিক বাংলানিউজকে বলেন, তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. আব্দুর রহমান বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
ধারণা করা হচ্ছে, আগুনে পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আরবি/আরএ