ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও সমাবেশ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফুল মিয়ার ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

জেলার বিভিন্ন উপজেলা থেকে মুক্তিযোদ্ধারা মিছিল নিয়ে এতে যোগ দেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুনুর রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গাজী রতন মিয়া, সহকারী কমান্ডার তাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলী আকবর, সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জহির মাস্টার, নবীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক, বিজয়নগর উপজেলা কমান্ডার তারা মিয়া, সরাইল উপজেলা কমান্ডার ইসমত আলী, ফুল মিয়ার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী আউয়াল মিয়া, মামলার এক নম্বর সাক্ষী আবদুল মোতালেব প্রমুখ।

গত ১১ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ ফুল মিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। এরপর ১৪ আগস্ট আদালত তা আমলে নিলে ১৬ আগস্ট ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।