ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার বাজিতপুরে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ কামাল হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

 

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) -৬ এর অতিরিক্ত পরিচালক মেজর মোহাম্মদ আব্দুল্লাহ আল মঈন জানান, সকালে চুয়াডাঙ্গা বিজিবি-৬ বাজিতপুর বিওপির টহল দল বাজিতপুর কালভার্টের কাছে অভিযান চালায়।

এ সময় সাত বোতল ফেনসিডিলসহ কামাল হোসেনকে আটক করা হয়।

কামাল সদর উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে, একই সময় মুজিবনগর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় সাড়ে আট কেজি পেঁয়াজের বীজ উদ্ধার করে বিজিবি। বীজগুলো ভারত থেকে পাচার করে আনা হয়েছিল বলে বিজিবি সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।