রাঙামাটি: রাঙামাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসকের অবহেলায় নিরুপা তঞ্চাঙ্গ্যা (২১) নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে নবজাতক সুস্থ রয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সার্জন ডা. লেলিন তালুকদারের অধীনে ওই প্রসূতিকে অস্ত্রোপচারের সময় তার মৃত্যু হয়।
মৃতের স্বজনদের দাবি, বিলাইছড়ি অজিত তঞ্চাঙ্গ্যার অন্তঃসত্ত্বা স্ত্রী নিরুপা তঞ্চাঙ্গ্যাকে সোমবার (২৪ অক্টোবর) বিকেলে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করানো হয়। চিকিৎসকরা পরামর্শে মঙ্গলবার সকাল ৯টায় তার অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচার করার জন্য অপারেশন থিয়েটারে নেওয়ার কিছুক্ষণ পর বাইরে থেকে নিরুপার চিৎকার শোনা যায়। এর কিছুক্ষণ পর চিকিৎসক এসে জানান, নবজাতক সুস্থ থাকলেও মাকে বাঁচানো যায়নি।
স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচার সময় চিকিৎসকের অবহেলার কারণে ওই প্রসূতির মৃত্যু হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ডা. লেলিন তালুকদার জানান, অস্ত্রোপচারের সময় এ ধরণের ঘটনা স্বাভাবিক ব্যাপার। রোগীর প্রতি কোনো অবহেলা করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
বিএসকে/এসআর